বাংলা বিভাগে ফিরে যান

‘আমার মেয়েকে কে ফেরাবে?’, আরজি কর আবেগকে ব্যবহার করে সিনেমার ‘প্রচার’!

সেপ্টেম্বর 18, 2024 | < 1 min read

‘আমার মেয়েকে কে ফেরাবে?’ শহরের বুকে এমনই পোস্টার ‘টেক্কা’ ছবির। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র। আর এই ছবির প্রচার কৌশল নিয়েই প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। হোডিংয়ে স্বস্তিকার ছবি দিয়ে পাশে লেখা, ‘আমার মেয়েকে ফেরাবে কে?’ সেখানেই নিজের সমস্য়ার কথা জানিয়েছেন কুণাল। তাঁর মনে হয়েছে, আরজি করের ট্র্যাডেজিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের চেষ্টা করা হচ্ছে। কুণাল তাঁর পোস্টেলিখেছেন, ‘‘যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই আরজি কর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রোমোশনের কৌশল, একটু চোখে লাগছে।’’ উৎসবে যোগদানকে ঘিরে সমাজমাধ্যমে চলছে চর্চা। সেখানে স্বস্তিকা জানিয়েছিলেন, তিনি উৎসবে ফিরবেন না। কিন্তু, পুজোয় তাঁর ছবি মুক্তি পাচ্ছে।

নাম না করেই কুণাল লেখেন, ‘‘‘উৎসবে ফিরব না’ অথচ ‘সিনেমার পোস্টারে ফিরব’, এটাও দ্বিচারিতা।’’ যদিও ‘টেক্কা’র টিজার লঞ্চে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বস্তিকা ও সৃজিত জানিয়েছিলেন, আন্দোলনের সমর্থন তাঁদের ব্যক্তিগত বিষয়। তবে সিনেমার প্রচারের কাজ পেশাদারিত্বের মধ্যে পড়ে এবং তার সঙ্গে অনেক মানুষের কাজও জড়িত।’টেক্কা’ ছবিতে একজন অপহরণকারীর ভূমিকায় দেখা গেছে দেবকে। তাঁর চরিত্রের নাম ইখলাখ। কলকাতার নামী একটি স্কুল থেকে একটি মেয়েকে অপহরণ করে পালায় সে। কিন্তু সত্যিই কি দেব কেবলমাত্র নিজের জন্য অপহরণ করেছে শিশুটিকে নাকি তার আড়ালে রয়েছে অন্য কোনও গল্প, সেই উত্তর দেবে সিনেমা। প্রসঙ্গত, আরজি করের ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই প্রতিবাদে রাস্তায় নেমেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জানিয়েছেন, সুবিচারের পথ প্রশস্ত না হলে উত‍‍্‍সবে ফিরবেন না। এদিন সেটাকেই নিশানা করেছেন কুণাল ঘোষ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আজব রীতি, জগদ্ধাত্রী পুজোর ভোগ কাঁচা মাংস ও মণ্ডা
FacebookWhatsAppEmailShare
রুপোকালী মায়ের আরাধনার মধ্যে দিয়ে নদিয়ার শান্তিপুরের জগদ্ধাত্রী পুজো উৎসব শুরু
FacebookWhatsAppEmailShare
চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা
FacebookWhatsAppEmailShare