বাংলা বিভাগে ফিরে যান

‘খাঁচাবন্দি তোতাপাখি’! সুপ্রিম কোর্টে ভর্ৎসিত সিবিআই

সেপ্টেম্বর 13, 2024 | < 1 min read

২০১৩ সালে প্রথমবার কয়লা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ‘খাঁচাবন্দি তোতাপাখি’ বলে কটাক্ষ করে শীর্ষ আদালত। তখন দিল্লিতে ক্ষমতায় ছিল ইউপিএ সরকার। তার পরে ১১ বছর কেটেছে। দিল্লির মসনদের রং বদলছে। কিন্তু মোদি সরকারের আমলেও পুরনো বদনাম ঘুছল না সিবিআইয়ের। এদিন অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলার রায়ে সুপ্রিম কোর্ট কটাক্ষ করে বলে, “স্বচ্ছ তদন্ত করছে না সিবিআই। আমজনতার মনে ধারণা তৈরি হয়েছে সিবিআই ‘খাঁচাবন্দি তোতা’। সেই ধারণা বদলে ‘মুক্ত’ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা উচিত সিবিআইয়ের।

শীর্ষ আদালতের বক্তব্য, “সিবিআই দেশের সেরা তদন্তকারী সংস্থা। তাদের শুধু নিরপেক্ষ হলেই হবে না, সেটা দেখাতেও হবে।” এর পরেই কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্ট বলে, এই গ্রেফতারি যে অনৈতিকভাবে হয়নি, সেটা প্রমাণের চেষ্টা করা উচিত। আইনের শাসনে ধারণা ভীষণ গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া স্পষ্ট বলছেন, “খুব বেশি সময় আগের কথা নয়। এই আদালতই সিবিআইকে ‘খাঁচাবন্দি তোতাপাখির’ সঙ্গে তুলনা করেছিল। সিবিআইয়ের উচিত সেই খাঁচাবন্দি তোতাপাখির এই ধারণা বদলানোর সবরকম চেষ্টা করা। সিবিআই মুক্ত বিহঙ্গ, এই ধারণা প্রতিষ্ঠিত উচিত।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
FacebookWhatsAppEmailShare
বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
১০ দফা নির্দেশিকা-সহ স্বাস্থ্যসচিবকে চিঠি মুখ্যসচিব মনোজ পন্থের
FacebookWhatsAppEmailShare