দেশ বিভাগে ফিরে যান

এনকাউন্টারে লজ্জার রেকর্ড গড়েছে যোগী রাজ্য

সেপ্টেম্বর 7, 2024 | < 1 min read

উত্তরপ্রদেশের ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লক্ষ্য ছিল তাঁর সরকার অপরাধমূলক কাজ এবং দুষ্কৃতীদের বিষয়ে কোনও রকম আপস করবে না। রাজ্যকে অপরাধমুক্ত করতে তাই ঢালাও ক্ষমতা দিয়ে দেওয়া হয় পুলিশ-প্রশাসনকে।রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে যোগীর সরকার মাফিয়া, দুষ্কৃতীদের বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি নেয়। রাজ্যকে অপরাধমুক্ত করতে দুষ্কৃতীদের কড়া হাতে দমনের পথে হাঁটেন যোগী।

তার পর থেকে একের পর এক ‘এনকাউন্টার’-এর ঘটনা ঘটতে থাকছে ওই রাজ্যে। প্রতি ১৩ দিন অন্তর একজন অপরাধীকে গুলি করে হত্যা! গত ৭ বছরে পুলিশের এনকাউন্টারের মোট সংখ্যা ১২ হাজার ৯৬৪! উত্তরপ্রদেশে পুলিশের ট্র্যাক রেকর্ডই জানাচ্ছে এমন চাঞ্চল্যকর তথ্য।সবচেয়ে বেশি এনকাউন্টার হয়েে মিরাট জোনে। সেখানে ২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৩ হাজার ৭২৩টি এনকাউন্টারে ৬৬ জন কুখ্যাত অপরাধীকে হত্যা করা হয় এবং গ্রেফতার করা হয় ৭ হাজার ১৭ জন দুষ্কৃতীকে।

যোগী রাজ্যের পুলিশের বিরুদ্ধে নিরপরাধ মানুষকে দুষ্কৃতী সাজিয়ে খুন করার অভিযোগে বারে বারে সরব হয়েছে বিরোধীরা। সরকারি পরিসংখ্যান সামনে আসার পর তা নিয়ে নতুন করে শোরগোলও তৈরি হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘এক দেশ, এক নির্বাচন’-এর পথে রয়েছে কী কী ‘কাঁটা’?
FacebookWhatsAppEmailShare
হ্যাক হল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare