কলকাতা বিভাগে ফিরে যান

আরজি করে খুন, ধর্ষণের তদন্তে সিবিআই এর অগ্রগতি কোথায়?

সেপ্টেম্বর 5, 2024 | < 1 min read

৯ আগস্ট আর জি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। ১৩ আগস্ট মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কলকাতা পুলিসের হাতে তদন্তভার থাকাকালীন একটা বিষয় মোটামুটি স্পষ্ট ছিল—মূল অভিযুক্ত সঞ্জয়ই ধর্ষণ এবং খুনের ঘটনার যুক্ত। কিন্তু সিবিআই তদন্তের দায়িত্ব আসার পর কুয়াশা ঘিরেছে আর জি কর কাণ্ডকে। ডিএনএ পরীক্ষার রিপোর্টে স্পষ্ট হয়ে যাচ্ছে, তরুণী চিকিৎসককে ওই অভিশপ্ত রাতে ধর্ষণ করেছিল সঞ্জয়ই। কিন্তু খুনও কি সে-ই করেছে?

তদন্ত শুরুর ২১ দিন পেরিয়ে যাওয়ার পরও সিবিআই এ বিষয়ে দিশা দেখাতে পারছে না।ইতিমধ্যেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে রাজনৈতিক দলগুলিও।গত ২৩ দিন ধরে সিবিআই নিরব কেন? আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু ও শশী পাঁজা বলেন, দীর্ঘ ২৩ দিন ধরে তদন্ত করার পর সিবিআই নিরব। তথ্য প্রমাণলোপাট নিয়ে কেন চুপ সিবিআই। সিবিআই তদন্তের এই ধোঁয়াশাকেই চ্যালেঞ্জ করছি। বিজেপিকে কটাক্ষ করে বলেন, কেন সিজিও কমপ্লেক্সে অভিযান করল না বিজেপি। কেন সিজিও কমপ্লেক্সে স্মারকলিপি জমা করল না। বিজেপি বিচার চায় না, রাজনীতি চায়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৩০ সেপ্টেম্বর থেকে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা
FacebookWhatsAppEmailShare
মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare
নাগরিক সুরক্ষায় একগুচ্ছ হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ
FacebookWhatsAppEmailShare