দেশ বিভাগে ফিরে যান

প্যারালিম্পিকসে ইতিহাস সৃষ্টির পথে ভারত

সেপ্টেম্বর 5, 2024 | 2 min read

৪ঠা সেপ্টেম্বর, বুধবার, পর্যন্ত প্যারিস প্যারালিম্পিস্কে ২৪টি মেডেল জিতেছে ভারত। এই জয়যাত্রা দেশকে ২৫টি মেডেলের মাত্রার খুব কাছাকাছি পৌঁছে দিয়েছে।

মাত্র কয়েক মিনিটের ব্যবধানে চারটি মেডেল জিতে রেকর্ড সৃষ্টি করেছেন ভারতীয় খেলোয়াড়রা। পুরুষদের হাইজাম্পের টি৬৩ ইভেন্টে রুপো জিতেছেন শরদ কুমার এবং ব্রোঞ্জ জিতেছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু। পুরুষদের জ্যাভেলিন এফ৪৫ ইভেন্টে রুপো জিতেছে অজিত সিং এবং ব্রোঞ্জ জিতেছেন সুন্দর সিং গুর্জর।

বর্তমান প্রতিযোগিতায় ভারতীয় প্যারা-অলিম্পিয়ানরা দেশকে শ্রেষ্ঠ সিজন উপহার দিয়েছেন। আসুন দেখে নিই, ভারত মোট কতগুলি মেডেল পেয়েছে এখনো অবধি:

সোনা:

১. হরবিন্দর সিং – তীরন্দাজি
২. সুমিত – জ্যাভেলিন
৩. ধরমবীর – ক্লাব থ্রো
৪. নীতেশ কুমার – ব্যাডমিন্টন
৫. অবনী লেখারা – ১০ মিটার এয়ার রাইফেল শুটিং

রূপো:

১. নিশাদ কুমার – হাই জাম্প
২. শরদ কুমার – হাই জাম্প
৩. শচিন সার্জেরাও খিলাড়ি – শট পুট
৪. অজিত সিং – জ্যাভেলিন
৫. যোগেশ কাঠুনিয়া – ডিস্কাস থ্রো
৬. প্রণব সুরমা – ক্লাব থ্রো
৭. সুহাস লালিনাকেরে জ্যোতিরাজ – ব্যাডমিন্টন
৮. থুলাসীমথী মুরুগেসন – ব্যাডমিন্টন
৯. মণীশ নারওয়াল – ১০ মিটার এয়ার পিস্তল শুটিং

ব্রোঞ্জ:

১. রাকেশ কুমার – মিক্সড তীরন্দাজি
২. শীতল দেবী – মিক্সড তীরন্দাজি
৩. মারিয়াপ্পন থাঙ্গাভেলু – হাই জাম্প
৪. সুন্দর সিং গুর্জর – জ্যাভেলিন থ্রো
৫. প্রীতি পাল – ১০০ মিটার দৌড়
৬. প্রীতি পাল – ২০০ মিটার দৌড়
৭. দীপ্তি জীবনজি – ৪০০ মিটার দৌড়
৮. মনীষা রামাদাস – ব্যাডমিন্টন
৯. এনএস সুমথী শিবন – ব্যাডমিন্টন
১০. রুবিনা ফ্রান্সিস – ১০ মিটার এয়ার পিস্তল শুটিং
১১. মোনা আগরওয়াল – ১০ মিটার এয়ার রাইফেল শুটিং

তিন বছর আগের টোকিও প্যারালিম্পিস্কে মোট ১৯টি পদক জিতেছিল ভারত, যার মধ্যে ছিল তিনটি সোনা, আটটি রূপো এবং ৬টি ব্রোঞ্জ পদক। এখনো অবধি প্যারিসে নিজেদের রেকর্ড নিজেই ভেঙে ফেলেছে ভারত, এবং আরো অনেক ইভেন্ট বাকি যেখানে অংশগ্রহণ করবেন ভারতীয় খেলোয়াড়রা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare
আধার কার্ড,প্যান কার্ডের তথ্য ফাঁস রুখতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার
FacebookWhatsAppEmailShare
বোকারোর কাছে ফের লাইনচ্যুত মালগাড়ি
FacebookWhatsAppEmailShare