সেবির পদে থেকেও মাধবী বেতন নিয়েছেন বেসরকারি ব্যাঙ্ক থেকে
সেপ্টেম্বর 3, 2024 < 1 min read
সেবি চেয়ারম্যান মাধবী পুরী বুচের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ আনল কংগ্রেস। পদের অপব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ কংগ্রেসের মুখপাত্র পবন খেরার। তিনি বলেন, ‘সেবি-র চেয়ারম্যান থাকাকালীন মাধবী পুরী বুচ কীভাবে এবং কেন আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে বেতন নিচ্ছিলেন? ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ১৬ কোটি ৮০ লক্ষ টাকা নিয়েছেন।
‘কংগ্রেস নেতা বলেছেন, ‘‘একটি নিয়ন্ত্রক সংস্থার উচ্চ পদাধিকারী অন্য কোনও সংস্থা থেকে অর্থ নিলে, তা সরাসরি সেবির ৫৪ নম্বর ধারার লঙ্ঘন।’’ যদিও সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের তরফে কংগ্রেসের ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে।এনিয়ে আবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, প্রধানমন্ত্রী নীরব থেকে সেবি চেয়ারপার্সনকে আড়াল করতে চাইছেন। তাঁকে মাধবীর বিরুদ্ধে ওঠা প্রশ্নের জবাব দিতে হবে। জানাতে হবে কোনও কেন্দ্রীয় সংস্থার প্রধান হিসেবে কাউকে নিয়োগের মানদন্ড কী।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...