বাংলা বিভাগে ফিরে যান

প্রতিবাদের বিরুদ্ধে কুমন্তব্য নয়’, কড়া বার্তা অভিষেকের

সেপ্টেম্বর 2, 2024 | < 1 min read

আরজি কর কাণ্ড নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের এক্স হ্যান্ডেলে কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পরেই নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বলেন, দলের জন প্রতিনিধিদের আরও নম্র ও সহানুভূতিশীল হতে হবে।আরজি করের ঘটনা নিয়ে প্রথম থেকেই সরব অভিষেক।

এই জঘন্য ঘটনায় দোষীর সাতদিনের মধ্যে এনকাউন্টার করার আইন আনার পক্ষেও সওয়াল করেন তৃণমূল সাংসদ। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন “তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের কাছে আমি আর্জি জানাব যে তাঁরা যেন স্বাস্থ্য সমাজ বা নাগরিক সমাজের কারও বিরুদ্ধে আজেবাজে মন্তব্য না করেন। প্রত্যেকের প্রতিবাদ এবং মতপ্রকাশের অধিকার আছে।

এখন আমাদের গঠনমূলক পদক্ষেপ করতে হবে, যাতে নিশ্চিত করা যায় যে ভবিষ্যতে এরকম ভয়ংকর ঘটনার পুনরাবৃত্তি না হয়। যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছেন এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে নির্দিষ্ট সময়ের মধ্যে ধর্ষণের মামলা শেষ করার আইন প্রণয়ন করা হচ্ছে, ততক্ষণ এই লড়াইয়ে বাংলাকে অবশ্যই জোটবদ্ধ হয়ে থাকতে হবে।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উৎসবের আবহে বন্যার্ত মানুষদের ভুললে চলবে না, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা
FacebookWhatsAppEmailShare
আজ পাহাড়ে চা শ্রমিকদের ১২ ঘণ্টার বন‍ধ
FacebookWhatsAppEmailShare
‘‌দুয়ারে মা ক্যান্টিন’‌, বানভাসী গ্রামবাসীদের দেওয়া হচ্ছে ভাত–ডাল–ডিম
FacebookWhatsAppEmailShare