বাংলা বিভাগে ফিরে যান

ধর্ষণে কঠিন শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে দ্বিতীয় চিঠি মমতার

আগস্ট 30, 2024 | < 1 min read

আরজি কর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ উত্তাল তখন ফের প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরজি কর আবহে এর আগে গত ২২ আগস্ট চিঠি লিখেছিলেন মমতা বন্দোপাধ্যায়। সেই চিঠির উত্তর না মেলায় আজ দ্বিতীয় চিঠি লিখলেন বলেই সূত্রের খবর।

উল্লেখ্য, আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবারই এই মর্মে একটি বিল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে লেখা আমার আগের একটি চিঠির প্রেক্ষিতে আমি এই চিঠি লিখেছি। এটি সেই রেফারেন্সের দ্বিতীয় চিঠি।’ যেখানে তিনি ধর্ষণ মামলা মোকাবিলায় আরও কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ধর্ষণের ঘটনায় কেন্দ্রীয় আইন প্রণয়ন এবং এ ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে ২০২৪ সালের ২২ আগস্ট আমার ৪৪ নম্বর মুখ্যমন্ত্রীর চিঠিটি আপনারা দয়া করে স্মরণ করতে পারেন। এটি একটি স্পর্শকাতর বিষয় যেখানে আপনার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।’

তিনি আরও উল্লেখ করেছেন যে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর কাছ থেকে একটি উত্তর পাওয়া গেলেও এটি তার প্রাথমিক চিঠিতে উত্থাপিত বিষয়টির গুরুত্বকে যথাযথভাবে সম্বোধন করেনি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উৎসবের আবহে বন্যার্ত মানুষদের ভুললে চলবে না, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা
FacebookWhatsAppEmailShare
আজ পাহাড়ে চা শ্রমিকদের ১২ ঘণ্টার বন‍ধ
FacebookWhatsAppEmailShare
‘‌দুয়ারে মা ক্যান্টিন’‌, বানভাসী গ্রামবাসীদের দেওয়া হচ্ছে ভাত–ডাল–ডিম
FacebookWhatsAppEmailShare