কলকাতা বিভাগে ফিরে যান

আরজি কর প্রসঙ্গে রাষ্ট্রপতির বিবৃতির পর কুণাল ঘোষের কড়া প্রতিক্রিয়া

আগস্ট 28, 2024 | < 1 min read

এবার আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি একাধিক নারী নির্যাতনের ঘটনার প্রসঙ্গ তুলে সরব হলেন। নারীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন রাষ্ট্রপতি। পিটিআইকে দেওয়া একটা সাক্ষাৎকারে ভারতের রাষ্ট্রপতি বলেন, কোনও সভ্য সমাজে কন্যা ও বোনেরা এই ধরনের নৃশংসতার শিকার হতে পারে না। উত্তরাখণ্ড, মহারাষ্ট্র ও আরজি কর কাণ্ডের কথা বলেছেন দ্রৌপদী মুর্মু ওই সাক্ষাৎকারে। রাষ্ট্রপতি নারী নির্যাতন নিয়ে প্রশ্ন তুলতেই তা নিয়ে এবার মুখ খুললেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আরজি কর নিয়ে রাষ্ট্রপতির কথা শুনলাম। উন্নাও, হাথরাস, বিলকিস, মণিপুরের সময় বুক কেঁপে ওঠেনি মাননীয়া? ওড়িশা, মহারাষ্ট্র উত্তরাখণ্ড দেখতে পেলেন না? সাক্ষী মালিকদের মত সোনার মেয়েদের প্রতিবাদের সময় বিজেপির বিরুদ্ধে কষ্ট হয়? আমরাও ন্যায়বিচার চাই। ২৪ ঘন্টার মধ্যে দোষীকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। আপনার পশ্চিমবঙ্গের ঘটনা আরজি করের কথা মনে পড়ল। আপনি রাষ্ট্রপতির চেয়ারে আছেন আপনি বিজেপি নেত্রী নন। আমরা আপনাকে শ্রদ্ধা করি। আপনি যদি বিবেকের কথা বলতে চান বলুন, কিন্তু বিবেকের কথা বলতে গেলে আপনাকে সব জায়গায় সামঞ্জস্য বজায় রাখতে হবে।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৩০ সেপ্টেম্বর থেকে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা
FacebookWhatsAppEmailShare
মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare
নাগরিক সুরক্ষায় একগুচ্ছ হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ
FacebookWhatsAppEmailShare