বাংলা বিভাগে ফিরে যান

নবান্ন অভিযান প্রত্যাখ্যান করলো ‘রাত দখল’ কর্মসূচির মহিলা বাহিনী

আগস্ট 27, 2024 | < 1 min read

নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে রাজনৈতিক পারদ চড়া শুরু। নবান্ন অভিযান ঘিরে পুলিশি নিরাপত্তাও তুঙ্গে। এমন অবস্থায় নবান্ন অভিযান প্রত্যাখ্যান করলো ‘রাত দখল’ কর্মসূচির মহিলা বাহিনী। নারীর সুরক্ষার ‘রাত দখল আন্দোলন’-এর ফায়দা তুলতে, ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ ছদ্মবেশে এবিভিপি কে দিয়ে ২৭ তারিখ বিজেপি মিছিল করাচ্ছে। তাই নবান্ন অভিযান প্রত্যাখ্যান করলো ‘রাত দখল’ কর্মসূচির মহিলা বাহিনী।

বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, “আজ ২৭ আগস্ট, ছাত্রসমাজের মিছিলের ডাক দিয়ে যারা নবান্ন অভিযান ডেকেছে তারাই বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির পরে মালা পরায়, কাঠুয়াতে আর উন্নাওতে ধর্ষকদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল করে। এরাই ব্রিজভূষণ সিংয়ের ঢাল হয়ে কুস্তিগীরদের আন্দোলনকে দমন করে আর হাথরসে নির্যাতিতার নিথর শরীরকে পুড়িয়ে দেয় প্রমাণ লোপাটের জন্য। মণিপুরে প্রশাসনের মদতে গণধর্ষণ সংগঠিত করে। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিলে গুলি চলার ভবিষ্যৎবাণী করে জনমানসে ভয় ও বিভ্রান্তি ছড়িয়েছেন। তাই আমরা সাধারণ মানুষকে এই মিছিল প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি। সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, বিজেপির অশান্তির বাঁধানোর চক্রান্ত ব্যর্থ করুন।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উৎসবের আবহে বন্যার্ত মানুষদের ভুললে চলবে না, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা
FacebookWhatsAppEmailShare
আজ পাহাড়ে চা শ্রমিকদের ১২ ঘণ্টার বন‍ধ
FacebookWhatsAppEmailShare
‘‌দুয়ারে মা ক্যান্টিন’‌, বানভাসী গ্রামবাসীদের দেওয়া হচ্ছে ভাত–ডাল–ডিম
FacebookWhatsAppEmailShare