বাংলা বিভাগে ফিরে যান

নবান্ন অভিযান নিয়ে দ্বিধাবিভক্ত বিজেপি

আগস্ট 25, 2024 | < 1 min read

২৭ আগস্টের নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি এই অভিযানে অংশ নেবেন। তবে এক সুর শোনা গেল না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিলেও তিনি বলেন, এই কর্মসূচি অরাজনৈতিক ভাবেই হওয়া উচিত। দলীয় পতাকা ছাড়া কোনও মিছিলে শামিল হতে এখনও নারাজ স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

দ্বিমত পোষণ করে সুকান্তর কথায়, “অরাজনৈতিক মিছিলে রাজনৈতিক লোকেদের একটু দূরে থাকাই উচিত। মিছিলে যাব কি না ঠিক করিনি।”আর জি কর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামের একটি সংগঠন। এটিকে ‘অরাজনৈতিক’ এই কর্মসূচি বলা হচ্ছে, যা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। সেই অভিযানে অংশগ্রহণ ঘিরে বিজেপি-র অন্দরেও শোনা গেল ভিন্ন সুর।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উৎসবের আবহে বন্যার্ত মানুষদের ভুললে চলবে না, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা
FacebookWhatsAppEmailShare
আজ পাহাড়ে চা শ্রমিকদের ১২ ঘণ্টার বন‍ধ
FacebookWhatsAppEmailShare
‘‌দুয়ারে মা ক্যান্টিন’‌, বানভাসী গ্রামবাসীদের দেওয়া হচ্ছে ভাত–ডাল–ডিম
FacebookWhatsAppEmailShare