দেশ বিভাগে ফিরে যান

নয়া পেনশন প্রকল্প চালু করল কেন্দ্র

আগস্ট 25, 2024 | < 1 min read

নয়া পেনশন নীতিতে সিলমোহর দিয়ে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই নয়া পেনশন নীতির নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়টি স্পষ্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, এই প্রকল্পের জেরে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি।আগামী বছর ১ এপ্রিল থেকে চালু হবে এটি।

যদিও আগের প্রকল্প তুলে নেওয়া হচ্ছে না। বরং পেনশভোগীরা এখন থেকে অপশন পাবেন দুটির মধ্যে একটি বেছে নেওয়ার। যদিও কেউ দুটি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাবেন না। কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যদি তিনি কমপক্ষে ২৫ বছর কাজ করেন তাহলে তাঁর কর্মজীবনের শেষ এক বছরের গড় মাসিক বেতনের (বেসিক) ৫০ শতাংশ পেনশন হিসাবে পাবেন।

নয়া নিয়মে যদি কোনও পেনভোগীর মৃত্যু হয়, তখন সেই কর্মী মৃত্যুকালীন সময়ে যে পেনশন পেতেন তার ৬০ শতাংশ পাবেন মৃতের পরিবারের সদস্য। এছাড়াও যদি কেউ ১০ বছর চাকরি করার পর চাকরি ছেড়ে দেন সেক্ষেত্রে ১০ হাজার টাকা করে মাসিক পেনশন পাবেন তিনি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নাশকতার ছক! কানপুরে ফের রেললাইনে সিলিন্ডার
FacebookWhatsAppEmailShare
আজ সুপ্রিম কোর্টে আর জি কর শুনানি, ডাক্তারদের মিছিলে অনুমতি কোর্টের
FacebookWhatsAppEmailShare
মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare