বাংলা বিভাগে ফিরে যান

রাতের নিরাপত্তায় এবার একগুচ্ছ নির্দেশ লালবাজারের

আগস্ট 24, 2024 | < 1 min read

আর জি কর হাসপাতালের ঘটনার পর রাতের কলকাতার নিরাপত্তা আরও জোরাল করছে লালবাজার। রাতে নজরদারিতে ট্রাফিক পুলিশের জন্য এসওপি চালু করা হয়েছে বলে খবর। নয়া নিয়ম অনুযায়ী, হাসপাতাল, সরকারি প্রতিষ্ঠান, বহুতল ও শপিং মলগুলিতে বাড়তি নজরদারি চালাতে হবে। ওইসব জায়গা কতটা সুরক্ষিত, অপরাধমূলক কার্জকম হয় কি না – সেসব খুঁটিনাটি বিষয়ে যথাযথ নজর দিতে হবে এবার থেকে।

নির্দেশিকায় বলা হয়েছে ট্রাফিক গার্ডের কর্তব্যরত অফিসারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলে পদক্ষেপ করতে হবে৷ ওসি টিসিআর প্রতিদিনের টহল অফিসারদের একটি তালিকা তৈরি করবেন এবং তথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কন্ট্রোল রুমে পাঠাবেন৷ টহল চলাকালীন সমস্ত নাইট অফিসারদের অবশ্যই নিরাপত্তা ও নিরাপত্তার জন্য বডি ক্যামেরা ব্যবহার করে প্রতিটি ঘটনার রেকর্ড রাখতে হবে।এছাড়া রাতে নজরদারিতে অ‌্যাডিশনাল কমিশনার ও ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকরাও থাকবেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘বিজেপির সদস্য হলে মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা’, বেফাঁস মন্তব্য সুকান্তর
FacebookWhatsAppEmailShare
ভূমিহীনদের বাড়ি করে দিচ্ছে রাজ্য, ২ কাঠা করে জমি পাবেন
FacebookWhatsAppEmailShare
ব্যতিক্রমী সুব্রত
FacebookWhatsAppEmailShare