নেপালের বাস দুর্ঘটনায় মৃত ৪১ জনই ভারতীয়
নেপালে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১। ওই বাসে অধিকাংশ যাত্রীই ছিলেন মহারাষ্ট্রের। তাঁদের দেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় বায়ুসেনা দেহগুলি কপ্টারে আনার ব্যবস্থা করছে। শুক্রবার নেপালে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস।
বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন। পোখরা থেকে কাঠমাণ্ডুর দিকে যাচ্ছিল বাসটি। তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে আচমকা বাসটি উলটে যায়। ভারতীয় বায়ুসেনা ২৪টি দেহ এদিনই দেশে ফিরিয়ে আনবে। প্রথমে মহারাষ্ট্রের নাসিকে নিয়ে আসা হবে দেহগুলি। সেখান থেকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।