নিম্নচাপের মধ্যেই ঘূর্ণাবর্তের আশঙ্কা, কতদিন চলবে বৃষ্টি
নিম্নচাপের মধ্যেই ঘূর্ণাবর্তের আশঙ্কা। জোড়া দাপটে বাংলা থেকে এখনই ভারী বৃষ্টি কমার কোনও লক্ষ্মণ নেই। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,নিম্নচাপের অবস্থান উত্তর বাংলাদেশ। ধীর গতিতে তা এগোচ্ছে পশ্চিমের দিকে।
আগামী ২৪ ঘণ্টায় এটি বাংলা পেরবে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি আগামী ২ থেকে তিনদিনে ঝাড়খণ্ডে যাবে। মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার উপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলায়। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর বাঁকুড়া ও দুই বর্ধমান।
কলকাতা-সহ বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। একইভাবে রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতে। তাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।