১৫৬টি ‘ককটেল’ ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র
ফের বহু ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। এবার সংখ্যাটা ১৫৬। গুণমান পরীক্ষায় ব্যর্থ হওয়ায় এই ১৫৬টি ‘ককটেল ওষুধ’ নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই ওষুধগুলি শরীরের জন্য বিপজ্জনকও হতে পারে। যে ওষুধগুলি নিষিদ্ধ করা হয়েছে সেগুলি ফিক্সড-ডোজ কম্বিনেশন বা এফডিসি ওষুধ। নির্দিষ্ট অনুপাতে দুই বা ততোধিক সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদানগুলির সংমিশ্রণে তৈরি।
নিষিদ্ধের তালিকায় আছে, চুলের বৃদ্ধি, ত্বকের যত্ন, মাল্টিভিটামিন, অ্যান্টিপ্যারাসাইটিস, অ্যান্টিএলার্জিক ওষুধও৷ এই ধরনের তালিকার ককটেল ড্রাগ নিষিদ্ধ করা হয়েছে৷ ২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত এক বিশেষজ্ঞ প্যানেল বলেছিল, নির্মাতারা কোনও বৈজ্ঞানিক তথ্য ছাড়াই রোগীদের কাছে এফসিডি ওষুধগুলি বিক্রি করছে। এরপর, সরকার এই ধরনের ৩৪৪টি ওষুধের সংমিশ্রণ তৈরি, বিক্রয় এবং বিতরণের উপর নিষেধাজ্ঞার জারি করেছিল। ওই ৩৪৪টি ড্রাগ কম্বিনেশনের মধ্যে ১৪টি ২০২৩-এর জুনে নিষিদ্ধ করা হয়েছিল।