‘রাত দখল’ এর পর এবার বেগুনি পতাকা ও টর্চ লাইটের নয়া আন্দোলন
গত ১২ দিন ধরে কলকাতা উত্তাল। আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুরো শহর নড়ে বসেছে। কিন্তু সময় পেরিয়ে গেলেও সুবিচার এখনও অধরা। তাই এবার প্রতিবাদ আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ডাক তুললেন রাত দখলের ডাক দেওয়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া ও গবেষক রিমঝিম সিনহা।
https://www.facebook.com/rimosin95/videos/1154973858945646
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেছেন, “প্রায় ১২ দিন কেটে গেল, সুবিচার আসেনি। আরজিকরের ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করাও হয়নি। আগামী রবিবার, ২৫ তারিখ, আমরা সকলে বাড়ির ছাদে, পাড়ায়, ক্লাবে বেগুনি পতাকা, যা নারী আন্দোলনের পতাকা, তা উত্তলন করব। দেখিয়ে দেব, কত শত মানুষ এই আন্দোলনে আছেন, সমর্থন করছেন, নারী পুরুষ নির্বিশেষে।” পোস্টের কমেন্ট বক্স ভরেছে নানাবিধ মন্তব্যে।