দেশ বিভাগে ফিরে যান

বঙ্গ বিজেপির ‘লোকদেখানো’ আন্দোলনে ‘ক্ষুব্ধ’ কেন্দ্রীয় নেতৃত্ব

আগস্ট 22, 2024 | < 1 min read

মমতা প্রশাসনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে মুরলীধর সেন স্ট্রিটকে কড়া বার্তা পাঠিয়েছে দিল্লির হাইকমান্ড।আরজি কর ইস্যুতে যথেষ্ট পড়েই নড়েচড়ে বসে মুরলীধর সেন স্ট্রিট। সেদিক থেকে প্রথম থেকেই কিছুটা হলেও এগিয়ে বামেরা।

হাসপাতাল ঘেরাও থেকে রাত-দখলের অভিযান সবেতেই বিরোধী দল হিসেবে প্রসংশনীয় ভূমিকা নিয়েছে বামেরা। বিজেপিকে সেইদিক থেকে বামেরা টেক্কা দিতে পেরেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন, আর জি করের মতো হাতেগরম ইস্যুতে রাজ্যের প্রধান বিরোধী দলের যা ভূমিকা হওয়া উচিত, সেটা পূরণ করতে পারছেন না বঙ্গ বিজেপির নেতারা।

শ্যামবাজার মোড়ে ধরনা কর্মসূচি চলছে বটে, তাতেও সেভাবে সাড়া মিলছে না। মহিলা মোর্চা, যুব মোর্চা রাস্তায় নামলেও বড় মিছিল বা সমাবেশ করতে পারেনি। কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভের ডাক দেওয়া হলেও কর্মীদের উপস্থিতি কম ছিল। বঙ্গ বিজেপির ‘দেরীতে ঘুম ভাঙায়’ রীতিমতো ক্ষুব্ধ কেন্দ্রীয় নের্তৃত্ব।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নাশকতার ছক! কানপুরে ফের রেললাইনে সিলিন্ডার
FacebookWhatsAppEmailShare
আজ সুপ্রিম কোর্টে আর জি কর শুনানি, ডাক্তারদের মিছিলে অনুমতি কোর্টের
FacebookWhatsAppEmailShare
মাঙ্কিপক্স সম্পর্কে সচেতনতা তৈরি করতে পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক
FacebookWhatsAppEmailShare