বাংলা বিভাগে ফিরে যান

সরকারি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে এবার অবসরপ্রাপ্ত সেনা ও পুলিসকর্তারা

আগস্ট 20, 2024 | < 1 min read

কলকাতা ও জেলায় সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তার ভার প্রাক্তন সেনা, বায়ুসেনা অফিসার বা পুলিশের অবসরপ্রাপ্ত অফিসারদের দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে।

জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদেরও ওই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার, নায়েব সুবেদার, ক্যাপ্টেন, মেজর পদমর্যাদার অফিসাররা হাসপাতালের সিকিউরিটি অফিসার পদের জন্য আবেদন জানাতে পারবেন। সঙ্গে ইন্সপেক্টর, ডিএসপি বা অতিরিক্ত পুলিস সুপার পদে ছিলেন এবং ২ বছরের মধ্যে অবসর নিয়েছেন, এমন পুলিস আধিকারিকরাও।

তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে শারীরিকভাবে ফিট থাকতে হবে। ২৪ অগাস্টের মধ্য়ে তালিকা চূড়ান্ত করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক ও পুলিস সুপারকে। অর্থ দফতরের গাইডলাইন মেনে বেতন কাঠামো বা পে-স্কেল স্থির করা হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare
পুজোর আগে ঘুরপথে উত্তরবঙ্গ যাওয়ার বেশ কিছু ট্রেন
FacebookWhatsAppEmailShare
রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পূর্ণ কর্মবিরতি শুরু করলেন জুনিয়র ডাক্তাররা
FacebookWhatsAppEmailShare