দেশ বিভাগে ফিরে যান

সুযোগ থাকা সত্ত্বেও চার রাজ্যের নির্বাচন একসঙ্গে কেন করছেন না মোদি সরকার?

আগস্ট 18, 2024 | < 1 min read

এত দিন ধরে ‘এক দেশ এক ভোট’ নীতির পক্ষে জোরাল সওয়াল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণেও সারা দেশে একই সঙ্গে লোকসভা ও বিধানসভার ভোট করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

অথচ নির্বাচন কমিশন  চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার ভোট গ্রহণ করতে চলেছেন আলাদাভাবে।বিরোধীরা প্রশ্ন করতে শুরু করেছে, তাহলে কি হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীর, সর্বত্রই পরাজিত হওয়ার আশঙ্কা করছেন মোদি? আর সেই কারণে কি ধাপে ধাপে ভোটের প্রস্তাব?

প্রসঙ্গত শুক্রবার ভোটের দিনক্ষণ ঘোষণার পরই কয়েকটি সমীক্ষক সংস্থা জনমত সমীক্ষা প্রকাশ করে দেখিয়েছে, হরিয়ানা বিজেপির হাতছাড়া হচ্ছে। কয়েকটি সংস্থার সমীক্ষা হল হরিয়ানায় হবে ত্রিশঙ্কু। বিরোধীদের অভিযোগ, শাসক দল বিজেপিকে সুবিধা করে দিতেই এই ভাবে ভোট গ্রহণের সিদ্ধান্ত। এর ফলে নরেন্দ মোদী অনেক বেশি প্রচারের সুযোগ পাবেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘রাজনীতি থেকে দেবতাদের দূরে রাখুন,’তিরুপতির লাড্ডু নিয়ে নাইডুকে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare