বাংলা বিভাগে ফিরে যান

চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার আবেদন করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

আগস্ট 18, 2024 | < 1 min read

আর জি কর কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটী ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ঘোষণা করেছে যে, কেন্দ্র একটি কমিটি গঠন করবে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে সরকারকে সুপারিশ দেবে এই কমিটি।

এই কমিটির কাছে রাজ্য সরকারগুলি সহ সংশ্লিষ্ট সব পক্ষই তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবে।তবে চিকিৎসকদের কাছে একটাই অনুরোধ তারা যেন ধর্মঘট তুলে নিয়ে দ্রুত কাজে ফেরেন।সাধারণ মানুষ যে হারে নাকাল হচ্ছে তা থেকে যেন তারা দ্রুত মুক্তি পায়। এদিন বিভিন্ন চিকিৎসক সংগঠন স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে দেখা করে।

এরপর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে চিকিৎসকরা যাতে নিরাপত্তা পান সেদিকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। তবে তারা যেন রোগীদের এই হয়রানি শেষ করেন। চিকিৎসকদের দাবিগুলি গুরুত্ব দিয়ে দেখছে স্বাস্থ্য মন্ত্রক।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare