বাংলা বিভাগে ফিরে যান

চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের চরম ভোগান্তি

আগস্ট 14, 2024 | < 1 min read

আরজি কর কাণ্ডের জেরে রাজ্যজুড়ে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোগান্তির শিকার সাধারণ মানুষ৷ বেশির ভাগ হাসপাতালে আউটডোরে রোগী দেখা বস্তুত বন্ধ। চিকিৎসকদের কর্মবিরতিতে আউটডোর থেকে ফিরতে হওয়ায় উত্তরপ্রদেশের লখনৌয়ের একটি হাসপাতালে মঙ্গলবার ভাঙচুরও চালান রোগী-পরিজনেরা।কোচবিহার থেকে আসা এক প্রবীণ রোগীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে ফিরতে হয়েছে শূন্য হাতে!

গত শনিবার তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। শেষ ২ দিন কোনও চিকিৎসা পাননি বলে অভিযোগ তুলেছেন। এভাবে চিকিৎসা পরিষেবা বন্ধ করে আন্দোলনের বিরোধী তিনি। যদিও হাই কোর্টের তরফে আন্দোলনকারী আবাসিক ডাক্তারদের কাছে আবেদন রাখা হয়েছে৷ যাতে সরকারের সঙ্গে কথা বলে হাসপাতালে আসা দরিদ্র মানুষের চিকিৎসা শুরু করেন তাঁরা৷ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও। রাজ্যের চিকিৎসা ব্যবস্থা সচল রাখার ব্যাপারে আবেদন জানিয়েছেন তিনি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare