কলকাতা বিভাগে ফিরে যান

৮০ শতাংশ এলাকায় হকার সমীক্ষা শেষ

আগস্ট 14, 2024 | < 1 min read

প্রায় ৮০ শতাংশ এলাকায় সমীক্ষার কাজ সম্পূর্ণ। কলকাতা পুরসভা সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৬টি ওয়ার্ডে সার্ভে শেষ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত নথিভুক্ত হয়েছেন ৫১ হাজারের বেশি হকার। আগামী সপ্তাহের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে তৎপর পুর কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রে তাঁদের বাধার মুখে পড়তে হচ্ছে। বড়বাজার, পোস্তা, গার্ডেনরিচে সমস্যা বেশি হচ্ছে কারণ এলাকাগুলি ঘিঞ্জি।

সেই কারণে এসব অঞ্চলে সমীক্ষার কাজ শেষ করতে বেশি সময় লাগছে বলে দাবি করেছেন পুর-কর্তৃপক্ষ। সম্পূর্ণ রিপোর্ট প্রশাসনের শীর্ষমহলে পেশ করা হবে। একই জায়গায় সকালে-বিকেলে আলাদা দু’জনকে ডালা বসাতে দেওয়া হবে কি না, কোন রাস্তাকে নন-ভেন্ডিং জোন থেকে ভেন্ডিং জোন করা যাবে? এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উচ্চতর কর্তৃপক্ষ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৩০ সেপ্টেম্বর থেকে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা
FacebookWhatsAppEmailShare
মহালয়া থেকে দশমী, বৃষ্টিতে ভাসবে বাংলা
FacebookWhatsAppEmailShare
নাগরিক সুরক্ষায় একগুচ্ছ হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ
FacebookWhatsAppEmailShare