বাংলা বিভাগে ফিরে যান

আবারও কি বঙ্গে অধীর চৌধুরীই সভাপতি?

আগস্ট 14, 2024 | < 1 min read

আবার অধীর চৌধুরীতেই কি আস্থা রাখতে চলেছে এআইসিসি? কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক পদক্ষেপ থেকে তেমনই ইঙ্গিত পাচ্ছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতাদের একাংশ। কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একান্তে দেখা করেছিলেন অধীর। বাংলায় রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার নির্দেশ অধীরকে দিয়েছিলেন রাহুল। এর পরদিনই অধীর কে ফোন করেছিলেন কেসি ভেনুগোপালও।

বাংলায় সাংগঠনিক কাজ নিয়ে কথা হয় তাদের মধ্যে।গতকাল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল সব রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে পশ্চিমবঙ্গ থেকে ডাকা হয়েছিল বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীরকে। সূত্রের দাবি, অধীরের মতো ‘অভিজ্ঞ’ নেতাকে বাংলার রাজনীতিতে কাজে লাগাতে চান রাহুল।তবে অধীরকে সভাপতি পদে রেখে দেওয়া হলেও তাঁর বিরোধী শিবিরের নেতাদের এ বার সাংগঠনিক দায়িত্ব দেওয়ার বিষয় ভাবনাচিন্তা করছে এআইসিসি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare