বাংলা বিভাগে ফিরে যান

বাংলাকে নেতৃত্ব দিতে তৈরি ঋদ্ধিমান সাহা

আগস্ট 13, 2024 | < 1 min read

নিজের রাজ্য বাংলায় ফিরে এসে নতুন চ্যালেঞ্জ নিতে চাইছেন ঋদ্ধিমান সাহা। তিন ফরম্যাটেই খেলতে চাইছেন। চালিয়ে যেতে চাইছেন আইপিএলে খেলাও। শুধু তাই নয়, সব ঠিক থাকলে আগামী মরসুমে বাংলার অধিনায়ক হিসাবেও দেখা যেতে পারে তাঁকে।দু’বছর আগে এক সিএবি কর্তার সঙ্গে ঝামেলার জন্য বাংলা ছেড়েছিলেন। তবে সেই তিক্ততা এখন অতীত। ইডেন গার্ডেন্সে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়ে দিয়েছেন ‘আমি মাঝে দু’বছর বাংলায় ছিলাম না। তার আগে প্রায় ১৫ বছর বাংলার হয়ে খেলেছি।

দাদি, রোমি, স্নেহাশিস দাদের সঙ্গে কথা বলেই বাংলায় ফিরেছি। দলে সুযোগ পেলে নিজের সেরাটাই দেব।আশা করছি আগামী মরশুম ভালই কাটবে।’ সিএবি সূত্রে খবর, মনোজ তিওয়ারি অবসর নেওয়ায় অধিনায়ক হিসাবে একজন অভিজ্ঞ কাউকে চাওয়া হচ্ছে। তাই নেতা হিসাবে ঋদ্ধিমানকেই দেখা যেতে পারে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare