বাংলা বিভাগে ফিরে যান

আগামী মাসেই রাজ্যসভার ১২ আসনে নির্বাচন, কোন দলের শক্তি বাড়বে?

আগস্ট 9, 2024 | < 1 min read

আগামী তেসরা সেপ্টেম্বর রাজ্যসভার ১২ টি আসনের জন্য নির্বাচন হবে। এব্যাপারে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। দেশের ন’টি রাজ্যে বারোটি আসন ছড়িয়ে রয়েছে।রাজ্যসভার যে বারোটি আসনে নির্বাচন হতে চলেছে, তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, বিহার ও অসমের দুটি করে আসন, এছাড়া ত্রিপুরা, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা ও তেলেঙ্গানার একটি করে আসন রয়েছে।

বারোটি আসনের মধ্যে দখলের নিরিখে এগিয়ে ছিল বিজেপি। বিজেপির দখলে ছিল সাতটি আসন। আরজেডির দখলে ছিল একটি আসন। হরিয়ানা ও রাজস্থান থেকে কংগ্রেসের দখলে ছিল একটি করে আসন।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বারোটি আসনের মধ্যে দশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হতে চলেছে।নির্বাচনের ফল প্রকাশ হবে ৩ সেপ্টেম্বর বিকেল ৫টায়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare