বাংলা বিভাগে ফিরে যান

চা-শ্রমিকদের দায় রাজ্যের, জানালো কেন্দ্র

আগস্ট 9, 2024 | < 1 min read

রাজ্যসভায় উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের কাজের পরিস্থিতি নিয়ে শ্রমমন্ত্রককে লিখিত প্রশ্ন করেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন। উত্তরবঙ্গের চা বাগান শ্রমিকদের কষ্টের বিষয়ে কেন্দ্রীয় সরকার অবগত রয়েছে কি না, তা জানতে চান। এর জবাবে শুধুমাত্র চা সংক্রান্ত আইনের উল্লেখ করেই কার্যত হাত ঝেড়ে ফেলল শ্রমমন্ত্রক। কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে জানিয়েছেন, ১৯৫১ সালের প্লান্টেশনস লেবার অ্যাক্টের মাধ্যমে চা বাগান শ্রমিক-কর্মচারীদের দেখভাল করা হয়।

ওই আইনের মাধ্যমে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিই তা করে। ওই শ্রমিক-কর্মচারীরা ঠিকমতো বাড়িঘর পাচ্ছেন কি না, চিকিৎসা পরিষেবা, শিক্ষা মিলছে কি না, তা দেখতে হয় রাজ্যকেই। এককথায় চা বাগান শ্রমিকদের ভালোমন্দের দায় নেবে না কেন্দ্রের মোদি সরকার? এ ব্যাপারে যাবতীয় দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের উপরই ছাড়ছে কেন্দ্র।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare