বাংলা বিভাগে ফিরে যান

গ্রামীণ এলাকায় ডেঙ্গু-ম্যালেরিয়া মোকাবিলায় চালু বিশেষ অ্যাপ

আগস্ট 9, 2024 | < 1 min read

রাজ্যের গ্রামীণ এলাকায় ডেঙ্গু ম্যালেরিয়ার মোকাবিলায় পঞ্চায়েত দফতর একটি বিশেষ অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে মশাবাহিত রোগ নির্মূল করার দায়িত্বে থাকা কর্মীদের কাজের ওপর সরাসরি নজর রাখা হবে। পাশাপাশি, পঞ্চায়েত স্তরের কর্মীরা যে সব জায়গায় গিয়ে সমীক্ষা চালিয়েছেন, সেখান থেকেই তাঁদের ওই অ্যাপে যাবতীয় তথ্য আপলোড করতে বলা হয়েছে।

পুর এলাকাগুলিতে মশাবাহিত রোগের প্রকোপ দেখা দিলে তার মোকাবিলা এবং ডেঙ্গুর মশার লার্ভা ধ্বংস করার কাজে সরাসরি হস্তক্ষেপ করে পুর ও নগরোন্নয়ন দফতর। কিন্তু পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দফতরের কাছে যেতে হয়। আর সেকারণেই এই অ্যাপ চালু করা হয়েছে।অন্যদিকে, ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মোকাবিলা করতে ৮ আগস্ট কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্যের সব পুরসভাগুলির চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে বৈঠকে করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare