বাংলা বিভাগে ফিরে যান

বাংলার মন্ত্রিসভায় রদবদল

আগস্ট 8, 2024 | < 1 min read

ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল। দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর। দেখে নিন কে কোন দায়িত্ব পেলেন?

চন্দ্রিমা ভট্টাচার্য পরিবেশ দপ্তরের দায়িত্ব পেলেন। এতদিন দপ্তরের দায়িত্ব সামলাতেন মহম্মদ গোলাম রব্বানি। এছাড়া এতদিন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্বদপ্তরের দায়িত্বও সামলাতেন।

মহম্মদ গোলাম রব্বানি পেলেন নবীকরণযোগ্য ও অপ্রচলিত বিদ্যুৎ বিভাগের দায়িত্ব।

পার্থ ভৌমিক ছিলেন রাজ্যের সেচ ও জলপথ পরিবহণের মন্ত্রী। আপাতত তিনি লোকসভা ভোটে জিতে বারাকপুরের সাংসদ হয়েছেন। তাই তার দপ্তরের দায়িত্বে এলেন মানস ভুঁইঞা। পাশাপাশি জলসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্বও সামলাবেন তিনি।

বাবুল সুপ্রিয় ছিলেন তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী। অতিরিক্ত হিসেবে পাবলিক এন্টারপ্রাইজ দপ্তরের দায়িত্বও পেলেন তিনি। আগে এই দপ্তর সামলাতেন জ্যোতিপ্রিয় মল্লিক।

অখিল গিরির কারাদপ্তরের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। কাকে দেওয়া হবে পরে ঠিক হবে বলেই মন্ত্রিসভা সূত্রে খবর। অপাতত এই দপ্তরের সব সিদ্ধান্ত নেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পিতৃপক্ষেই কেন পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘থ্রেট কালচার’ নিয়ে অভিযোগ, তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্যভবন
FacebookWhatsAppEmailShare