দেশ বিভাগে ফিরে যান

বাতিল হওয়া জব কার্ডে শীর্ষে উত্তরপ্রদেশ

আগস্ট 7, 2024 | < 1 min read

কংগ্রেসের লোকসভার সদস্য মানিক্কম ঠাকুর, অমর সিং সহ আট সাংসদের যৌথ প্রশ্নের জবাবে বাতিল হওয়া জব কার্ড প্রসঙ্গে লিখিত জবাব দিয়েছেন গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাসোয়ান। যার সেখানেই দেখা গেছে অবাক করা তথ্য। ভুয়ো জবকার্ড বাতিলের রিপোর্ট অনুযায়ী শীর্ষ সারিতে রয়েছে বিহার, উত্তর প্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অসম, গুজরাতের মতো বিজেপি শাসিত বা বিজেপির সহযোগী রাজ্যগুলি। উত্তরপ্রদেশে বাতিল হয়েছে ৯১ লক্ষ ৪২ হাজার ৮৭৬ টি নারেগার জব কার্ড।

গুজরাতে গত পাঁচ বছরে সংখ্যাটা হল, ৭ লক্ষ ৮ হাজার ১৮২। এখন প্রশ্ন উঠছে, যেখানে প্রায় সব রাজ্য থেকেই ভুয়ো বা অযোগ্য বলে নারেগার কার্ড বাতিল হয়েছে, সেখানে স্রেফ বাংলার টাকাই কেন আটকে রাখা হবে? তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘বাংলায় ভোটে হারার প্রতিশোধ নিতেই যে কেন্দ্র টাকা আটকে রেখেছে তা প্রমাণ হয়ে যাচ্ছে। কেন বকেয়া মেটানো হচ্ছে না?’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘রাজনীতি থেকে দেবতাদের দূরে রাখুন,’তিরুপতির লাড্ডু নিয়ে নাইডুকে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare