দেশ বিভাগে ফিরে যান

ওয়াকফ আইনে বড়সড় পরিবর্তনের ঘোষণা কেন্দ্রের, ক্ষমতা নিয়ন্ত্রণের ইঙ্গিত

আগস্ট 5, 2024 | < 1 min read

ওয়াকফ আইনে সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্র। সূত্রের মতে, চলতি সপ্তাহেই ওই বিল সংসদে নিয়ে আসার পক্ষপাতী শাসক শিবির। প্রায় চল্লিশটি সংশোধনী এনে কেন্দ্র আসলে ওয়াকফ বোর্ডের উপর সরকারি কর্তৃত্ব বাড়াতে চাইছে বলে সরব হয়েছেন বিরোধীরা। য়াকফ বোর্ড যে সব সম্পত্তি নিজেদের বলে দাবি করে, এবার থেকে তা যাচাই করে দেখা হবে।

একইভাবে ওয়াকফ বোর্ডের বিতর্কিত সম্পত্তিগুলির জন্যও যাচাই বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৯৫৪ সালে পাশ হয় ওয়াকফ আইন। ১৯৯৫ সালে ওয়াকফ আইন সংশোধন করে, ওয়াকফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল। ২০১৩ সালেও একবার ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে। এই মুহূর্তে ওয়াকফ বোর্ডের সারা দেশে ৮.৭ লক্ষেরও বেশি সম্পত্তি রয়েছে, যা ৯.৪ লক্ষ একর জুড়ে বিস্তৃত।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মন্দির হোক আর দরগা বা মসজিদ, পাবলিকের রাস্তা দখল করলে উচ্ছেদ হতে হবেই: সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare
মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare