দেশ বিভাগে ফিরে যান

রাজনীতির ঊর্ধ্বে থাকুন রাজ্যপাল, মন্তব্য বিচারপতি নাগরত্নের

আগস্ট 5, 2024 | < 1 min read

বেঙ্গালুরুতে আয়োজিত একটি আলোচনাসভায় বিচারপতি বিভি নাগরত্ন বলেছেন, ‘‘কোনও কোনও রাজ্যপাল এমন জায়গায় সক্রিয়তা দেখাচ্ছেন, যেখানে তা দেখানো উচিত নয়। আর যেখানে সক্রিয় হওয়া উচিত, সেখানে নিষ্ক্রিয় হয়ে রয়েছেন।’’ শীর্ষ আদালতে রাজ্যপালদের ঘিরে যে সব মামলা আসছে, সেগুলিও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন তিনি। দলাদলি নয়, সাংবিধানিক রাষ্ট্রনীতিই প্রশাসনের মন্ত্র হওয়া উচিত এবং রাজ্য সরকারকে ‘অদক্ষ বা অধীনস্থ’ ভেবে নেওয়ার কোনও কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।

বাংলা তো বটেই, পাশাপাশি কেরালা, তামিলনাড়ু, তেলঙ্গানা, পাঞ্জাবের মতো রাজ্যে রাজ্যপালদের বিরুদ্ধে মূলত কেন্দ্রের শাসক দলের হয়ে প্রকাশ্যেই কাজ করার অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। রাজ্য-রাজপালদের মধ্যে সংঘাতের আবহে বিচারপতি নাগরত্নের মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মন্দির হোক আর দরগা বা মসজিদ, পাবলিকের রাস্তা দখল করলে উচ্ছেদ হতে হবেই: সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare
মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র
FacebookWhatsAppEmailShare
‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare