গো-হত্যার কারণেই বিপর্যয় কেরলে! দাবি বিজেপি নেতার
কেরালায় ভয়ংকর ভূমি ধসে মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৩৫৮। এখনও মৃতদেহ উদ্ধার হচ্ছে। এবার কেরলের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য গোহত্যাকে দুষলেন বিজেপির এক বর্ষীয়ান নেতা।
কেরলে প্রকৃতি রুষ্ট হওয়ার জন্য গোহত্যাকে দায়ী করলেন রাজস্থানের বিজেপি নেতা জ্ঞানদেব আহুজা। বিজেপি নেতার কথায়, ‘যেখানে গো হত্যা হয় সেখানে ২০১৮ সাল থেকে একই প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। ওইসব জায়গায় প্রায়ই ওই ধরনের ট্রাজিডি হচ্ছে। গো হত্যা বন্ধ না হলে কেরালা এই ধরনের আরও ঘটনা ঘটবে।’
এই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপি-র তরফে কোনও মন্তব্য করা হয়নি।