বাংলা বিভাগে ফিরে যান

সংসদ ভবনে অযত্নে পড়ে আছে নন্দলালের ছবি

আগস্ট 2, 2024 | < 1 min read

পুরনো সংসদ ভবনে অযত্নে পড়ে আছে ১৯৩৬ সালে নন্দলাল বসুর ছাপা ছবি সীমান্ত গান্ধীর অমূল্য প্রিন্টটি। শুধু ধুলো নয় চুনকামের রং ও পড়েছে তাতে। এই অধিবেশন চলাকালীন এটি প্রথম চোখে পড়ে তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডলের। লোকসভায় শিক্ষা মন্ত্রকের বাজেটে ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনায় বলতে উঠে প্রতিমা এই অবহেলার কথা তুলে ধরেন।

তাঁর কথায়, “পুরনো ভবনের করিডরে নোটিস অফিসের একেবারে সামনেই একটি ভাঙাচোরা কাঠের আলমারির মাথায় নন্দলাল বসুর আঁকা একটি ছবি রয়েছে। যিনি ভারতীয় চিত্রকলার পথপ্রদর্শক, কলা ভবনের প্রাক্তন অধ্যক্ষ। এই সরকার ওই ছবিকে সম্মান দিতে পারেনি। তার উপরে ধুলোর আস্তরণ পড়েছে। এত বড় সদনে যদি তা রাখার জায়গা না দিতে পারেন, তা হলে পশ্চিমবঙ্গ সরকারকে দিন। আমরা সম্মান দিয়ে রাখব।”

প্রতিমা মণ্ডলের বক্তব্যের পাঁচ ঘন্টা পরেও ছবিটিকে ওই ভাবেই অযত্ন-অবহেলায় পড়ে থাকতে দেখা যায়। ছবিটি কবে সংসদে আনা হয়েছিল, সেই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে ছবিটির বর্তমান অবস্থা যে অত্যন্ত করুণ, সেই বিষয়ে সন্দেহ নেই।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ক্ষুদ্র-মাঝারি শিল্পে কেন্দ্রের বিচারে শীর্ষে রাজ্যের মহিলারা, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
FacebookWhatsAppEmailShare
দায় এড়ানোর নাটক! জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ কুণালের
FacebookWhatsAppEmailShare
চা–বাগানের শ্রমিকদের বোনাস জট কেটে গেল, জারি হলো বিজ্ঞপ্তি
FacebookWhatsAppEmailShare