বাংলা বিভাগে ফিরে যান

রাজ্যে আগস্টে ১৫ দিন ধরে চলবে বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা

জুলাই 30, 2024 | < 1 min read

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের গ্রামাঞ্চল এবং বহু পুর এলাকায় যে সব আয়ুষ সুস্বাস্থ্য কেন্দ্রগুলি চালু রয়েছে সেখানে ১৬ অগস্ট থেকে ষাঠোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের হেলথ চেক আপ শিবির চালু করা হবে। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের নাম দেওয়া হয়েছে ‘জেরিয়াট্রিক হেলথ ক্যাম্প’। ১৬ অগস্ট থেকে ৩১ অগস্ট—এক পক্ষকাল ধরে চলবে শিবিরগুলি। কী কী হবে শিবিরগুলিতে? সুগার, প্রেশার, হিমোগ্লোবিন মাপা তো হবেই, পাশাপাশি সিওপিডি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাইপ্রেশারের রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন চিকিৎসকরা।

সুস্থ এবং নীরোগ থাকতে আয়ুর্বেদের দিনচর্য, ঋতুচর্য প্রভৃতি নিয়ম মেনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। অবস্থা বুঝে আয়ুর্বেদ বা মডার্ন মেডিসিনের বড় হাসপাতালে রোগীদের পাঠানো হবে। বাংলার ৫৪০টি আয়ুষ সুস্বাস্থ্যকেন্দ্রেই চালু থাকবে এই শিবির। সেইসব শিবিরে থাকবেন ওইসব স্বাস্থ্য কেন্দ্রের হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার, যোগ প্রশিক্ষক, আশাকর্মী, এএনএম ও অন্যান্য কর্মীরা। এজন্য চেক আপের অন্তত দু’সপ্তাহ আগে থেকে মানুষকে জানাতে বলা হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ক্ষুদ্র-মাঝারি শিল্পে কেন্দ্রের বিচারে শীর্ষে রাজ্যের মহিলারা, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
FacebookWhatsAppEmailShare
দায় এড়ানোর নাটক! জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ কুণালের
FacebookWhatsAppEmailShare
চা–বাগানের শ্রমিকদের বোনাস জট কেটে গেল, জারি হলো বিজ্ঞপ্তি
FacebookWhatsAppEmailShare