বাংলা বিভাগে ফিরে যান

রানাঘাটের চমক ১২৫ ফুটের দুর্গা প্রতিমা

জুলাই 29, 2024 | < 1 min read

প্রায় ১২৫ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার প্রস্তুতি শুরু করেছে নদিয়ার রাণাঘাটের কামালপুরের অভিযান সংঘ। এর আগে ৮৮ ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে চমক দিয়েছিলদেশপ্রিয় পার্ক। কিন্তু ভিড়ের চাপে পঞ্চমীতেই বন্ধ করে দেওয়া হয়েছিল প্রতিমা দর্শন।বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দেখার আক্ষেপ রয়ে গিয়েছিল অনেকেরই।

৫৫ তম বছরে পা দিয়েছে রাণাঘাটের এই গ্রামের পুজো। ফাইবারের তৈরি এই দুর্গা প্রতিমার উচ্চতা হবে ১২৫ ফুট। প্রায় ৩০ বিঘা খোলা জমিতে ছাউনির ভেতরে প্রতিমা তৈরি করতে এখন ব্যস্ত গ্রামের প্রায় কুড়ি জন শিল্পী। পয়লা বৈশাখের দিন থেকে রোজ গড়ে ১২ থেকে ১৪ ঘন্টা করে সেই কাজ চলছে। ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে সম্পূর্ণ রূপ পাবে। ফাইবারের হওয়ায় প্রতিমা ওজনে খুবই হালকা হবে বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা। দুর্গার পাশাপশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তিও উচ্চতায় প্রায় ৪০ ফুটের কাছাকাছি হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ক্ষুদ্র-মাঝারি শিল্পে কেন্দ্রের বিচারে শীর্ষে রাজ্যের মহিলারা, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
FacebookWhatsAppEmailShare
দায় এড়ানোর নাটক! জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ কুণালের
FacebookWhatsAppEmailShare
চা–বাগানের শ্রমিকদের বোনাস জট কেটে গেল, জারি হলো বিজ্ঞপ্তি
FacebookWhatsAppEmailShare