বাংলা বিভাগে ফিরে যান

তৃণমূলে যোগ দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল

জুলাই 29, 2024 | < 1 min read

কয়েকদিন আগেই কর্মী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি বলেছিলেন ‘যো হামারা সাথ, হাম উনকি সাথ’,’নো সংখ্যালঘু মোর্চা’। এই মন্তব্যের জেরে দল ছাড়লেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি রফিকুল সেখ। যোগদান করলেন তৃণমূলে। তাঁর দাবি, বিজেপি সাম্প্রদায়িক দল, সবসময় ভেদাভেদ সৃষ্টি করে এবং শুভেন্দু অধিকারীর মন্তব্যের জেরেই তিনি দল ছেড়েছেন।সম্প্রতি সল্টলেকে একটি কর্মিসভার আয়োজন করা হয়।

সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, “সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ হোক। এবার থেকে, জো হামারা সাথ, হাম উনকে সাথ।সংখ্যালঘু এলাকায় ৯৫ শতাংশ ভোট পড়েছে তৃণমূলের পক্ষে। তাই সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই দলে।” এই মন্তব্যেই অসন্তুষ্ট হন নদিয়া বিজেপির সংখ্যালঘু সেলের নেতা রফিকুল। সিদ্ধান্ত নেন দলবদলের।শুভেন্দুর এহেন মন্তব্যকে ঘিরে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও এখনও নিজের বক্তব্যে অনড় রয়েছেন বিরোধী দলনেতা। তারই মাঝে দলের সংখ্যালঘু মোর্চার এক সভাপতির পদত্যাগ ঘিরে নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ক্ষুদ্র-মাঝারি শিল্পে কেন্দ্রের বিচারে শীর্ষে রাজ্যের মহিলারা, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
FacebookWhatsAppEmailShare
দায় এড়ানোর নাটক! জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ কুণালের
FacebookWhatsAppEmailShare
চা–বাগানের শ্রমিকদের বোনাস জট কেটে গেল, জারি হলো বিজ্ঞপ্তি
FacebookWhatsAppEmailShare