পরিবহণ বিভাগে ফিরে যান

কলকাতার মেট্রো স্টেশনে আর থাকবে না টিকিট কাউন্টার?

জুলাই 27, 2024 | < 1 min read

খোলা থাকবে না কোনও বুকিং কাউন্টার। মেট্রোর টোকেন, নতুন স্মার্ট কার্ড বিক্রি বা স্মার্ট কার্ড রিচার্জ কোনওটাই হবে না কাউন্টারে। ১ অগস্ট থেকেই বুকিং কাউন্টার উঠে যাচ্ছে কলকাতা মেট্রোর তিন স্টেশনে! তালিকায় রয়েছে কলকাতা মেট্রোর পার্পল এবং অরেঞ্জ লাইনের তিনটি স্টেশন। পার্পল লাইনের তারাতলা ও সখেরবাজার মেট্রো স্টেশন এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশন।

১ অগস্ট থেকে এই তিন স্টেশন আত্মপ্রকাশ করছে ‘বুকিং কাউন্টার বিহীন’ স্টেশন। মেট্রো সূত্রে খবর, তিনটি স্টেশনে সারাদিনে নামমাত্র যাত্রী ট্রেনে ওঠা নামা করেন। সখের বাজারে গড়ে ৫৫ জন, তারাতলা স্টেশনে ৭০ জন আর কবি সুকান্ত মেট্রো স্টেশনে গড়ে ২২০ জন। ১ অগস্ট থেকে যাত্রীদের স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন, স্মার্ট কার্ড, কাগজের QR কোড-ভিত্তিক টিকিট কিনতে হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

কলকাতার রাস্তায় আর চলবে না ট্রাম? জানাল রাজ্য সরকার
FacebookWhatsAppEmailShare
মেট্রো প্রকল্পের কাজের জন্য ময়দানে নতুন করে গাছ কাটা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
অতিরিক্ত একজোড়া মেট্রো, কাল থেকে শুরু পরিষেবা
FacebookWhatsAppEmailShare