দেশ বিভাগে ফিরে যান

প্যারিস অলিম্পিকে ভারতের আশার আলো যাঁরা

জুলাই 25, 2024 | 2 min read

এ বার ভারত থেকে প্যারিস অলিম্পিকে ২৫৭ সদস্যের টিম গিয়েছে। যার মধ্যে ১১৭ জন অ্যাথলিট রয়েছেন। এবং ১৪০ জন সাপোর্ট স্টাফ রয়েছন। ভারত ১৬টি ইভেন্টে নামবেন। তার মধ্যে ৪টি ইভেন্টে মাত্র ১ জন করে ভারতীয় অ্যাথলিট পারফর্ম করবেন।

নীরজ চোপড়া:২০২০ সালের টোকিও অলিম্পিক্সে সোনা এনে দিয়েছিলেন দেশকে। এবারও প্যারিসে জ্যাভলিনে দেশকে স্বপ্ন দেখাবেন নীরজ চোপড়া।

নিখাত জারিন: ৫০ কেজি বিভাগে ভারতকে পদকের স্বপ্ন দেখাবেন নিখাত জারিন। বিশ্ব ও কমনওয়েলথ গেমসে পদক পেয়েছেন।

লভলিনা বরগোঁহাই:মহিলাদের ৭৫ কেজি বক্সিং বিভাগে বরলিনা এবারও দেশকে পদকের জন্য লড়বেন। দেশকে এর আগেও অলিম্পিক্স থেকে পদক এনে দিয়েছেন।

সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেঠী:২০২২ সালে থমাস কাপ ব্যাডমিন্টনে পদক জয়ের পরে সাত্ত্বিক ও চিরাগ প্যারিসেও ব্যাডমিন্টন থেকে পদক আনার অন্যতম ফেভারিট।

মীরাবাঈ চানু: প্যারিস অলিম্পিকে ভারোত্তোলনে ভারত থেকে একমাত্র অংশ নিচ্ছেন মীরাবাঈ চানু। তিনি টোকিও অলিম্পিকে রুপো পেয়েছিলেন। এ বার প্যারিসে তাঁর নজর সোনায়।

অনুষ অগরওয়ালা: কলকাতার ছেলে অনুষ অগরওয়ালা প্যারিস অলিম্পিক ইকুয়েস্ট্রিয়ানে পারফর্ম করবেন। হানঝাউ এশিয়ান গেমসে তিনি টিম ইভেন্টে সোনা জিতেছিলেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare
অলিম্পিকের সময়ে মোদির ফোন না ধরা নিয়ে বিস্ফোরক ভিনেশ
FacebookWhatsAppEmailShare
হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুলি করে খুন, দিল্লির ঘটনায় চাঞ্চল্য
FacebookWhatsAppEmailShare