দেশ বিভাগে ফিরে যান

বাজেটেও বঞ্চিত বাংলা,অন্ধ্র-বিহার বাজেট বলে কটাক্ষ তৃণমূলের

জুলাই 23, 2024 | < 1 min read

বাংলায় হার মেনে নিতে পারছে না মোদী সরকার।আবারও তার প্রমাণ মিলল হাতেনাতে। বাজেটে নির্মলা সীতারমণ কার্যত দুহাতে সাজিয়ে দিয়েছেন বিহার ও অন্ধ্রপ্রদেশকে। অথচ বাংলার প্রাপ্তি কার্যত শূন্য। বাংলার প্রতি বঞ্চনার ছবি একেবারে স্পষ্ট।প্রায় প্রত্যেক বছর বন্যা পরিস্থিতির কারণে বিহার, অসমের সঙ্গেই সমস্যার সম্মুখীন হতে হয় পশ্চিমবঙ্গকে। এবারের বাজেটে ওই দুই রাজ্যের অসুবিধার কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ঢালাও বরাদ্দও করা হয় তার জন্য। তবে বাংলার জন্য তেমন কোনও শব্দব্যয় করতে দেখা যায়নি তাঁকে।তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডলে এই বাজেটকে অন্ধ্র-বিহার বাজেট বলে কটাক্ষ করেছে।

সার্বিকভাবে প্রাপ্তি সাকুল্যে একটি শিল্প করিডর। অমৃতসর-কলকাতা শিল্প করিডরের জন্য বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, “বিহার বা অন্ধ্রের জন্য বরাদ্দে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু যে বাংলা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সব ক্ষেত্রেই গোটা দেশকে পথ দেখায়, সেই বাংলাকে এভাবে বঞ্চিত করা হল। বাংলার মানুষ আবার জবাব দেবে।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare
অলিম্পিকের সময়ে মোদির ফোন না ধরা নিয়ে বিস্ফোরক ভিনেশ
FacebookWhatsAppEmailShare
হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুলি করে খুন, দিল্লির ঘটনায় চাঞ্চল্য
FacebookWhatsAppEmailShare