বাংলা বিভাগে ফিরে যান

ভরা কোটালের জেরে ভাঙন গঙ্গাসাগরে

জুলাই 22, 2024 | < 1 min read

ছোটবেলায় ভরা কোটাল মোর কোটাল আমরা বইয়ে পড়েছি, এবার সেই ভরা কোটালে উত্তাল বঙ্গোপসাগর। গঙ্গাসাগরে ঢেউয়ের দাপটে ভাঙছে কপিলমুনি মন্দিরের সামনের সমুদ্র সৈকত। ইতিমধ্যেই এক থেকে পাঁচ নম্বর সমুদ্র সৈকতে যাওয়ার কংক্রিটের রাস্তাটি ভেঙে পড়েছে ।

আজ ভোরবেলায় গঙ্গাসাগরে উল্টে গেছে মাছভর্তি দু’টি নৌকা। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মৎস্যজীবীরা। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। জলোচ্ছ্বাসের জেরে কপিলমুনির আশ্রম চত্বরের বেশ কয়েকটি রাস্তায় ফাটলও দেখা গেছে। ভেঙেছে স্নান ঘাটে যাওয়ার রাস্তাও।

ক্রমশ এই ভাঙ্গন বাড়বে বলেই আশা করছেন স্থানীয়রা ও প্রশাসন। রাজ্য সরকার এই ভাঙন রোধের জন্য বিভিন্ন ভাবে চেষ্টাও করছে। সেই কারণে প্রশাসনের তরফে এলাকায় লাগাতার মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। উত্তাল সমুদ্রে নামতেও নিষেধ করা হচ্ছে সবাইকে।
ভাঙন বৃদ্ধির আশঙ্কা করছেন সমুদ্র তীরবর্তী অস্থায়ী দোকানের মালিকেরা। তবে রাজ্য সরকার সমুদ্রের এই ভাঙন রোধ করার জন্য সব্রকমভাবে চেষ্টা করছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

তিলোত্তমার ময়নাতদন্তে ত্রুটি নেই, জানালো এইমস
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তাররা দিল্লি গিয়ে প্রতিবাদের হুঁশিয়ারি দিলেন! ক্ষোভ সিবিআই-এর প্রতি
FacebookWhatsAppEmailShare
গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে সুকান্ত-শুভেন্দুকে সতর্ক করলেন অমিত শাহ
FacebookWhatsAppEmailShare