বাংলা বিভাগে ফিরে যান

বানতলা চর্মনগরীতে নতুন বিনিয়োগ

জুলাই 19, 2024 | < 1 min read

আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে বানতলা চর্মনগরীতে। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় বানতলা চর্মনগরীর ব্যবসায়ীদের। বৈঠক শেষের পর রাজ্য সরকারের তরফে বেশ কিছু বিনিয়োগের ঘোষণা করেন প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

কি কি বিনিয়োগ আসছে:

আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে, এর ফলে আরও আড়াই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে
১১৫০ একর জমির ওপর গড়ে ওঠা লেদার কমপ্লেক্সে ৫০০টি ট্যানারি, লেদার গুডস ম্যানুফ্যাকচারিং ইউনিট হিসাবে কাজ করছে।

অতএব বানতলায় সবমিলিয়ে মোট সাড়ে সাত লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে।

বাংলা বিনিয়োগ টানতে দ্রুতগতিতে পরিকাঠামো উন্নত করার কাজ করছে। সেই মতো প্রায় ১৯০০ কোটি টাকার কাজ ও হয়েছে। তৈরি করা হয়েছে পানীয় জল প্রকল্প যে কারণে ৪৭৫ কোটি টাকা খরচ করা হয়েছে। অন্যদিকে লেদার কটেজ অ্যান্ড ইন্ড্রাস্ট্রি মল তৈরি করা হবে বলেও জানানো হয়েছে।

আলিপুর সংশোধনাগারের যে অংশ হেরিটেজ বলে ঘোষিত হয়েছে সেখানেই তা তৈরি হবে হিডকো তা তৈরি করবে। সেখানে কলকাতা লেদার কমপ্লেক্সে উৎপাদিত পণ্য মলের ৫০ শতাংশ জায়গায় বিক্রি করা হবে। তাতে চাহিদা এবং বিক্রি দুটোই বাড়বে বলে মনে করা হচ্ছে।

বিনিয়োগের ক্ষেত্রে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বাংলার শিল্পমহল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

তিলোত্তমার ময়নাতদন্তে ত্রুটি নেই, জানালো এইমস
FacebookWhatsAppEmailShare
জুনিয়র ডাক্তাররা দিল্লি গিয়ে প্রতিবাদের হুঁশিয়ারি দিলেন! ক্ষোভ সিবিআই-এর প্রতি
FacebookWhatsAppEmailShare
গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে সুকান্ত-শুভেন্দুকে সতর্ক করলেন অমিত শাহ
FacebookWhatsAppEmailShare