খবর বিভাগে ফিরে যান

সিএএ: সাড়া নেই অসমে, জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী’

জুলাই 17, 2024 | < 1 min read

অসমে নাগরিকত্বের আবেদন জমা পড়ছে না বললেই চলে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই বলেছেন, রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) অধীনে মাত্র আট ব্যক্তি নাগরিকত্বের আবেদন করেছিলেন।

এক সাংবাদিক সম্মেলনে হিমন্ত শর্মা এ তথ্য জানান। প্রায় চার মাস আগে ভারতে সিএএ কার্যকর করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আটজনের মধ্যে আবার নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় সাক্ষাৎকার দিতে এসেছেন মাত্র দুজন। এ জন্য তিনি প্রধানত সিএএবিরোধী বিক্ষোভকারী নেতাদের অতিরঞ্জিত দাবিকে দায়ী করেছেন।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি দিয়েছেন, যাঁরা ২০১৫ সালের আগে ভারতে এসেছেন, নাগরিকত্ব আইনের শর্ত মেনে আবেদন না করলে তাঁদের বিরুদ্ধে মামলা করবে সরকার। আর যাঁরা ২০১৫ সালের পরে এসেছেন, তাঁদের নির্বাসিত করা হবে। সিএএ সংক্রান্ত বিষয়ে বাংলাতেও একই চিত্র।বাংলায় বিজেপির বিধায়ক অসীম সরকার বলেছেন,সিএএ-তে নাগরিকত্ব পেতে যে সব শর্ত আরোপ করেছে তাতে ইচ্ছে থাকলেও নব্বইভাগের নাগরিকত্ব জুটবে না। সিএএ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সে ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানো হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে অসন্তোষ বিজেপি শিবিরে? প্রার্থীতালিকা প্রত্যাহার
FacebookWhatsAppEmailShare