দেশ বিভাগে ফিরে যান

বিতর্কে আইএএস অফিসার পূজা খেড়কর

জুলাই 10, 2024 | 2 min read

পূজা খেড়কর। বর্তমানে খবরের শিরোনামে এই প্রবেশনারি আইএএস অফিসার। কারণ ক্ষমতার অপব্যবহার। পুণেতে একজন সহকারী কালেক্টর হিসাবে পোস্টিং পেয়েছিলেন সর্বভারতীয় স্তরে ৮২১ ব়্যাঙ্ক করা পূজা। কাজ করছিলেন একজন প্রবেশনারি আইএএস অফিসার হিসাবে। কিন্তু ২০২৩ ব্যাচের এই আইএএস অফিসার জোর করে এমন কিছু সুযোগ সুবিধা নিয়েছিলেন যা সাধারণত প্রবেশনারি অবস্থায় থাকা আইএএসরা পান না। ইতিমধ্যেই তিনি ১৭ কোটি টাকার মালিক।

প্রথম অভিযোগ, তিনি নিজের ব্যক্তিগত অডি গাড়িতে লাল-নীল বাতি লাগিয়েছিল যেখানে জ্বলজ্বল করছে “মহারাষ্ট্র সরকার” লেখা বোর্ড।
দ্বিতীয় অভিযোগ, অতিরিক্ত কালেক্টরের অ্যান্টি-চেম্বার দখল নেওয়া, কালেক্টরের সম্মতি ছাড়াই নাকি তিনি অফিসের সব আসবাবপত্র সরিয়ে ফেলেছিলেন
তৃতীয়, রাজস্ব সহকারীকে নিজের নামে একটি লেটারহেড, নেমপ্লেট এবং অন্যান্য সুবিধা প্রদানেরও অনুমতি দিয়েছিলেন।

এরই মাঝে আরটিআই কর্মী বিজয় কুম্ভর আইএএসের জন্য পূজার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি পূজা খেড়কার নিজের প্রতিবন্ধী সার্টিফিকেট দেখিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এমনকি সেই সার্টিফিকেটের ভিত্তিতেই নাকি তাকে আইএএস পদে পদোন্নতি করা হয়েছিল। UPSC-র তরফে ৬ বার মেডিক্যাল পরীক্ষার জন্য দিল্লির এইমসে ডাকা হয়, কিন্তু সেখানে যাননি পূজা। কেন্দ্র থেকে একটি এমআরআই রিপোর্ট জোগাড় করেই তিনি তা জমা দিয়েছেন বলে সূত্রের খবর।

উল্লেখ্য, পূজা খেদকারের বাবা একজন অবসরপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিক যিনি মেয়ের দাবি-দাওয়া পূরণ নিশ্চিত করতে জেলা কালেক্টরের অফিসে চাপ দিয়েছিলেন। তিনি এবার বহুজন বঞ্চিত অগাধি পার্টির হয়ে লোকসভায় লড়েছেন। নির্বাচনী হলফনামায় তার বাবার সম্পত্তির পরিমাণ ৪০ কোটি টাকা দেখানো হয়েছে।

এইসব বিতর্ক সামনে আসতেই মুখ্য সচিবের কাছে অভিযোগ জানান পুনের কালেক্টর সুহাস দিওয়াসে। এরপরই টনক নড়েছে মহারাষ্ট্র প্রশাসনের, প্রবেশনারি পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত আপাতত তিনি ওয়াশিমের কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

পিএমও থেকে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। একটি প্যানেলও গঠন করা হয়েছে তদন্তের জন্য। আগামীর ২ সপ্তাহের মধ্যে প্যানেল রিপোর্ট জমা করবে।

আইএএস পূজা খেদকরকে যদি কোন শাস্তি না দিয়েই ছেড়ে দেওয়া হয় এবং তাকে আইএএস-এ থাকতে দেওয়া হয়, তাহলে বুঝতে হবে সত্যিই ইউপিএসসি নিয়ে কোন কারচুপি করেছে সরকার। কয়েকদিন পর এই খবর হয়তো মিডিয়ার সাথে সাথে সাধারণ মানুষ ভুলে যাবে, কিন্তু গোড়ায় গলদের কোন সমাধান হবে না, তার ফল ভোগ করবে যোগ্য ছাত্রছাত্রীরা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare
অলিম্পিকের সময়ে মোদির ফোন না ধরা নিয়ে বিস্ফোরক ভিনেশ
FacebookWhatsAppEmailShare
হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুলি করে খুন, দিল্লির ঘটনায় চাঞ্চল্য
FacebookWhatsAppEmailShare