খবর বিভাগে ফিরে যান

ফোনের পর বাড়ছে টিভির খরচও

জুলাই 10, 2024 | < 1 min read

সাধারণ মানুষের টিভি দেখার খরচও লাফিয়ে বাড়তে চলেছে। একদিকে চ্যানেল কর্তৃপক্ষ দাম বাড়ানোর পথে হাঁটছে। আর অন্যদিকে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রা‌ই যে নিয়ম সামনে এনেছে, তাতে আরও খানিকটা বাড়তি খরচের কোপে পড়তে হবে কেবল টিভি এবং ডিটিএইচ দর্শকদের।

ট্রাই তাদের নির্দেশিকায় জানিয়েছে, নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে গ্রাহকদের থেকে মাসে যে ১৩০-১৬০ টাকা নেওয়া হয়, তা তুলে নিতে হবে। এর পরিবর্তে গ্রাহকের অবস্থান, পছন্দ, পে চ্যানেল এবং নিখরচার চ্যানেলের সংখ্যা ইত্যাদির উপরে নির্ভর করবে মাসুলের অঙ্ক।

এই হিসাবের উপরে পরিষেবা প্রদানকারীরা সর্বাধিক ৪৫% পর্যন্ত ছাড় দিতে পারবে। আগে এই ছাড়ের পরিমাণ ছিল ১৫%।মাল্টি সিস্টেম অপারেটর বা এমএসও সংস্থাগুলি ইতিমধ্যেই বাড়তি দাম হাঁকা শুরু করে দিয়েছে। আর তাই প্যাকেজের খরচ সার্বিকভাবে ১০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা প্রবল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দেরাদুন গণধর্ষণের খবর প্রকাশ্যে আনায় বিজেপি সরকারের হুঁশিয়ারি সংবাদমাধ্যমকে
FacebookWhatsAppEmailShare
‘এক রাতে নোটবন্দি-লকডাউন হলে, ধর্ষকদের ফাঁসি নয় কেন?’ প্রশ্ন দেব-শুভশ্রীর
FacebookWhatsAppEmailShare
জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে অসন্তোষ বিজেপি শিবিরে? প্রার্থীতালিকা প্রত্যাহার
FacebookWhatsAppEmailShare