খেলাধুলা বিভাগে ফিরে যান

ফের কলকাতায় লিওনেল মেসি?

জুলাই 10, 2024 | < 1 min read

২০১১ সালে কলকাতায় এসেছিলেন মেসি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে বিরাট উপহার পেতে চলেছেন দুই বাংলার ফুটবলপ্রেমীরা। ভারত এবং বাংলাদেশে পা পড়তে পারে এলএমটেনের।এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। এর আগে তাঁর উদ্যোগেই ২০১৫ সালে পেলে কলকাতায় এসেছিলেন দ্বিতীয়বার।

এসেছেন মারাদোনা, দুঙ্গা, কাফু, এমিলিয়ানো মার্তিনেজের মতো বিশ্ব ফুটবলের একের পর এক মহাতারকা। মেসি আগামী বছরের গোড়াতে কলকাতায় এলে তিনি এই নিয়ে দ্বিতীয়বার পা রাখবেন তিলোত্তমার মাটিতে। ইতিমধ্যেই শতদ্রু মেসির বাবা জর্জ মেসির সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন। জানা যাচ্ছে কথাবার্তা প্রায় চূড়ান্ত। তবে শুধু মেসি নয়, রয়েছে আরও একাধিক চমক। মেসির আরও দুই সতীর্থ অ্যানহেল ডি মারিয়া এবং রডরিগো ডি পলও আসছেন কলকাতায়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দুবছর পর টেস্টে ফিরেই সেঞ্চুরি পন্থের, শতরান গিলেরও
FacebookWhatsAppEmailShare
নভেম্বরেই আইপিএল নিলাম
FacebookWhatsAppEmailShare
বাংলাদেশ টেস্টে প্রথম একাদশে কে, ইঙ্গিত রোহিতের
FacebookWhatsAppEmailShare