দেশ বিভাগে ফিরে যান

সিবিআইকে অপব্যবহার করেছে কেন্দ্র, মত সুপ্রিম কোর্টের

জুলাই 10, 2024 | < 1 min read

রাজ্যের অনুমোদন ছাড়া সিবিআই এফআইআরের বৈধতা চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকারের আনা মামলা গ্রহণযোগ্য বলে বুধবার জানাল সুপ্রিম কোর্ট। প্রাসঙ্গিক তথ্য চেপে গিয়ে রাজ্য এই আবেদন করেছে। কেন্দ্রের এই অভিযোগকে মান্যতা না দিয়ে বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সন্দীপ মেহেতার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আবেদনটি বিচারযোগ্য।শীর্ষ আদালতের কাছে রাজ্য অভিযোগ করেছিল, এফআইআরের ক্ষেত্রে রাজ্যের কোনও অনুমতি নিচ্ছে না সিবিআই।

বিশেষ করে, তদন্তের ছাড়পত্র প্রত্যাহারের পরেও রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক এফআইআর করেছে সিবিআই। রাজ্যের দাবি ছিল, জেনারেল কনসেন্ট ছাড়া সিবিআই কোনও এফআইআর করতে পারে না। রাজ্যের অভিযোগ ছিল, সিবিআই কোনও মামলায় ঢুকলে তার সূত্র ধরে ইডিও ঢুকে পড়ছে। প্রাসঙ্গিক আইন অনুযায়ী সিবিআই এমন পদক্ষেপ করতে পারে কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। এই অভিমত দিয়ে ১৩ আগস্ট পরবর্তী শুনানির দিন ঘোষিত হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নতুন দল গড়ে এবার রাজনীতির ময়দানে প্রশান্ত কিশোর
FacebookWhatsAppEmailShare
অলিম্পিকের সময়ে মোদির ফোন না ধরা নিয়ে বিস্ফোরক ভিনেশ
FacebookWhatsAppEmailShare
হাসপাতালে ঢুকে চিকিৎসককে গুলি করে খুন, দিল্লির ঘটনায় চাঞ্চল্য
FacebookWhatsAppEmailShare