বিনোদন বিভাগে ফিরে যান

টলিউডে নতুন গোয়েন্দা, কেমন হলো ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’

জুলাই 9, 2024 | < 1 min read

ফেলুদা, ব্যোমকেশ, কিরীটি, শবর, গোয়েন্দা গিন্নি, মিতিন মাসির পরে টালিগঞ্জ পেল এক নতুন গোয়েন্দা অরণ্য চ্যাটার্জীকে।

‘অরণ্য’র প্রাচীন ‘অরণ্য’র প্রাচীন প্রবাদেই প্রথমবার গোয়েন্দারূপে আত্মপ্রকাশ করলেন জীতু কামাল। প্রথম ছবিতে নতুন গোয়েন্দা এনে প্রত্যাশা জাগালেন পরিচালক দুলাল দে।

ডাক্তারির ফাইনাল ইয়ারের ছাত্র, একই সঙ্গে এক ভাল ক্রিকেটার– গোয়েন্দা অরণ্য। পানাঘাট এলাকা জুড়ে এগিয়েছে গল্পের প্লট। তরুণ জনদরদী ডাক্তার অমিত রায়ের (সুহোত্র মুখোপাধ‌্যায়) মৃত্যুরহস‌্য কিনারায় এক বছর ধরে লড়ে যাচ্ছে পুলিশ। শেষে ডাক পড়ে সিআইডি-র পদস্থ অফিসার সুদর্শনের (শিলাজিৎ মজুমদার)। সম্পর্কে তিনি অরণ‌্যর জামাইবাবু।

পানাঘাটে সেই জামাইবাবুরই সঙ্গী হয় অরণ‌্য। ছবিতে অভিনেতারা চরিত্র অনুযায়ী ভাল কাজ করার চেষ্টা করেছেন। দেবযানীর চরিত্রে মিথিলা এবং অরণ্যের সহকারীর চরিত্রে সায়ন ঘোষের অভিনয় নজর কাড়ে। বিদেশি থ্রিলারের মতো টানটান একটি গোয়েন্দা গল্প বলার সাহসী এবং পরীক্ষামূলক প্রচেষ্টা হিসেবে দুলাল দে-র ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ ছবিটি দর্শকেরা অবশ্যই মনে রাখবেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

দাদাসাহেব পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
FacebookWhatsAppEmailShare
অস্কারের দৌড়ে সামিল ‘লাপতা লেডিস’ না ‘স্বতন্ত্র বীর সাভারকর’?
FacebookWhatsAppEmailShare
‘আমার মেয়েকে কে ফেরাবে?’, আরজি কর আবেগকে ব্যবহার করে সিনেমার ‘প্রচার’!
FacebookWhatsAppEmailShare