কলকাতা বিভাগে ফিরে যান

খুঁটিপুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভসূচনা করলো কলকাতা ও শহরতলির পুজো কমিটি

জুলাই 8, 2024 | < 1 min read

বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর কয়েক বছর ধরেই জাঁকজমক করে খুঁটিপুজো পালন করা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। কলকাতার বেশিরভাগ বড় ক্লাবগুলি রথের দিনেই খুঁটিপুজো করে থিম ঘোষণা করে। চেতলা অগ্রণীও তার ব্যতিক্রম নয়। এ বছর তাদের থিম ‘গঙ্গা দূষণ রোধে’।

অন্যদিকে রথের দিনে খুঁটিপুজোর পরম্পরা ধরে রেখেছে শ্রীভূমি। এবছর তাদের থিম দক্ষিণ ভারতের তিরুপতি মন্দির। এবারে ৫২ তম বর্ষে পড়েছে দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো নামে খ্যাত শ্রীভূমির দুর্গাপুজো।হুগলির শ্রীরামপুরে খুঁটি পুজো সারলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খুঁটি পুজোর মাধ্যমে শ্রীরামপুরের ৫,৬ পল্লির এবং ব্যবসায়ী সমিতির পুজোর শুভ সূচনা করলেন তিনি।খুঁটি পুজোর ধারনাটি এসেছে প্রায় শত বছর পুরনো এক রীতি থেকে।

আগে পুজো মানেই ছিল বনেদি বাড়ির সাবেকি সাবেকি প্রতিমা। আর সেই সময় মূলত বাড়ির ঠাকুর দালানে গড়া হত প্রতিমা। অনেকেই রথযাত্রার শুভ দিনে, মাটির প্রতিমার কাঠের ফ্রেমকে পুজো করতেন। যেটি কাঠামো পুজো বলেই পরিচিত। এরপর একটু একটু করে গড়ে উঠত দুর্গা প্রতিমা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

জুনিয়র ডাক্তারদের অনশনে নেই আর জি করের কেউ
FacebookWhatsAppEmailShare
কলকাতায় এই দশ পুজো না দেখলেই নয়
FacebookWhatsAppEmailShare
আগামী বছর কলকাতা বইমেলা শুরু হবে ২৮ জানুয়ারি
FacebookWhatsAppEmailShare