শিক্ষা বিভাগে ফিরে যান

সমস্যা পেরিয়ে পাঁচ লক্ষেরও বেশি আবেদন কলেজে ভর্তির অভিন্ন পোর্টালে

জুলাই 8, 2024 | < 1 min read

উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, ভর্তির আবেদনের শেষ দিনে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত ৩৪ লাখ ৬৪ হাজার ৯১৮ জন রেজিস্টার করেছেন। আর মোট ৫ লক্ষ ২৭ হাজার ৬৭৩টি আবেদন জমা পড়েছে। এবার স্নাতক স্তরের একটি আসন পিছু গড়ে তিনজন পড়ুয়া আবেদন করেছেন।

এমনকী ভিন রাজ্য থেকে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ৯৮ হাজার ৮৯টি। কিন্তু স্নাতকে এবারও প্রায় ৪০ শতাংশ আসন ফাঁকা থেকে যেতে পারে। গত বছর এই হার ছিল ৪১ শতাংশ। বেশ কিছু কলেজে যতগুলি আসন রয়েছে, আবেদনও পড়েছে প্রায় সমসংখ্যক।

তবে কিছু নামকরা কলেজে আবেদনের হার বেশি।অল বেঙ্গল প্রিন্সিপাল কাউন্সিলের সভাপতি পূর্ণচন্দ্র মাইতি বলেন, ‘এই ভর্তির পোর্টাল আরও আগে খুলে দিলে আবেদনের সংখ্যা অনেকটা বাড়তে পারত। এবারও সব আসন ভরা নিয়ে সংশয় থাকলেও ভাল কলেজগুলিতে সমস্যা হবে না।’‌

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করল এসএসসি
FacebookWhatsAppEmailShare
উচ্চ প্রাথমিকে হবে ১৪ হাজার নিয়োগ, জট কাটলো আদালতের নির্দেশের
FacebookWhatsAppEmailShare
আর জি কর কাণ্ডের জেরে স্কুলে যৌন সচেতনতার পাঠ
FacebookWhatsAppEmailShare